NMDCCentral Government Private/IT Jobs 

এনএমডিসিতে ৭৫ এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে ৭৫ জনকে নিচ্ছে এনএমডিসি লিমিটেডে। ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে মাইনিং ইঞ্জিনিয়ার, মাইন ওভারম্যান ও মাইন সর্দার পদে।

মাইনিং ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১২টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা প্রথম/ দ্বিতীয় শ্রেণির ম্যানেজার কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে এবং ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৭০,০০০ টাকা।

মাইন ওভারম্যান: শূন্যপদ ২৫টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা দ্বিতীয় শ্রেণির ম্যানেজার কম্পিটেন্সি সার্টিফিকেট থাকলে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। উভয় ক্ষেত্রেই বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেটধারী হতে হবে। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ৫০,০০০ টাকা।

মাইনিং সর্দার: শূন্যপদ ৩৮টি। মাধ্যমিক পাশেরা বৈধ সর্দার কম্পিটেন্স সার্টিফিকেট থাকলে এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ৪০,০০০ টাকা।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

প্রার্থীবাছাই হবে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ইন্টারভিউ এবং নন-এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.nmdc.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ জুনের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 08/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment