Punjab National BankBank/Rail Training 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৭০০ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিংয়ের জন্য ২৭০০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সার্কেলগুলিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ –র অধীনে। আসন সংখ্যা কমতে বা বাড়তে পারে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। এরমধ্যে থাকবে ২ সপ্তাহের বেসিক ট্রেনিং এবং ৫০ সপ্তাহের অন-দ্য-জব ট্রেনিং।

পশ্চিমবঙ্গের ১৬টি সার্কেলে মোট আসন ২৩৬টি। এরমধ্যে কলকাতা – নর্থ সার্কেলে ৩১টি, কলকাতা – সাউথ (বেহালা) সার্কেলে ২৩টি, কলকাতা – ওয়েস্ট সার্কেলে ২৩টি, বর্ধমান সার্কেলে ১৪টি, দুর্গাপুর সার্কেলে ৬টি, হুগলি সার্কেলে ১৬টি, মালদা সার্কেলে ১২টি, মুর্শিদাবাদ সার্কেলে ১৩টি, নদিয়া সার্কেলে ১২টি, নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) সার্কেলে ১২টি, উত্তর ২৪ পরগনা সার্কেলে ৮টি, দক্ষিণ ২৪ পরগনা সার্কেলে ১৪টি, পশ্চিম মেদিনীপুর সার্কেলে ১৩টি, পূরব মেদিনীপুর সার্কেলে ৭টি, পুরুলিয়া সার্কেলে: আসন ১৯টি।

প্রার্থিবাছাই হবে অনলাইন ১০০ নম্বরের, ১ ঘণ্টার লিখিত পরীক্ষা (২৮ জুলাই), স্থানীয় ভাষার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। চূড়ান্ত বাছাই হবে অনলাইন আবেদনে দেওয়া তথ্য, লিখিত পরীক্ষা ও স্থানীয় ভাষার পরীক্ষার ফলাফল এবং ডাক্তারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। লিখিত পরীক্ষায়, ইংরিজি/ হিন্দিতে, প্রশ্ন হবে এমসিকিউ টাইপ।

আবেদন/ পরীক্ষা/ ইন্টিমেশন চার্জ সাধারণ, ওবিসিদের (জিএসটি সহ) ৯৪৪ টাকা, মহিলা ও তফশিলিদের (জিএসটি সহ) ৭০৮ টাকা এবং প্রতিবন্ধীদের (জিএসটি সহ) ৪৭২ টাকা।

আবেদন করবেন www.pnbindia.in ওয়েবসাইটের ‘রিক্রুটমেন্টে’ –এ ক্লিক করে “Online application for engagement of Apprentices: 2024-25” লিঙ্কে গিয়ে। অথবা https://www.pnbindia.in/Recruitment.aspx সাইটে গিয়ে। অ্যাপ্রেন্টিসশিপ এন্ট্রান্স এক্সাম/ টেস্টের জন্য নিজেকে রেজিস্টার করবেন www.bfsissc.com ওয়েবসাইটের “Career Opportunities” সেকশনে গিয়ে, ১৪ জুলাইয়ের মধ্যে। আর তখন পরীক্ষার ফি দেবেন। যারা আগে করেননি তারা NAPS অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল www.apprenticeshipindia.gov.in (অ্যাপ্রেন্টিসেস লগইন/ রেজিস্ট্রেশন সেকশন) এবং যাঁরা ১ এপ্রিল ২০২০ তারিখ বা তার পরে গ্র্যাজুয়েশন করেছেন তাঁরা NATS পোর্টাল www.nats.education.gov.in (স্টুডেন্ট রেজিস্টার/ লগইন সেশন) –এ রেজিস্ট্রেশন এবং নিজের প্রোফাইল সম্পূর্ণ করবেন। আবেদনপত্রের বা অন্য প্রমাণপত্রের কপি কোথাও পাটাতে হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment