কাজকেরিয়ার অনলাইন অনলাইন ডেস্ক: মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-সহ মোট ১০টি ডিসিপ্লিনে ২৫৯ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীকে নিচ্ছে এনএলসি ইন্ডিয়া লিমিটেডে। নিয়োগ হবে বিভিন্ন সোলার/ উইন্ড পাওয়ার প্রেজক্টস/ সাইটে। ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।
মেকানিক্যালে শূন্যপদ ১২৫টি, ইলেক্ট্রিক্যাল (ইইই)-তে শূন্যপদ ৬৫টি, ইলেক্ট্রিক্যাল (ইসিই)-তে শূন্যপদ ১০টি, সিভিলে ৫টি, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে ১৫টি, কম্পিউটারে ৫টি, মাইনিংয়ে ৫টি, জিওলজিতে ৫টি, ফিনান্সে ১৪টি এবং হিউম্যান রিসোর্সে ১০টি।
অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী/ এম টেক বা এম এসসি/ সিএ বা সিএমএ/ পোস্ট গ্র্যাজুেয়ট ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রথমে ট্রেনিংয়ের সময় ই-টু গ্রেডে পে স্কেল ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। তখন বেসিক পে ৫০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে ই-থ্রি গ্রেডে পে স্কেল ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে সিবিটি এক্সাম এবং তাতে সফলদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। যোগ্য প্রার্থীদের ২ ঘণ্টার কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশনে ডাকা হবে। প্রশ্নপত্রের ২টি অংশ। একটিতে ৪০টি এবং অপরটিতে ৮০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। সফল হতে পেতে হবে অন্তত ৫০ (ওবিসি/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৪০) শতাংশ নম্বর।
দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে www.nlcindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ মা্র্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন।
কোনও রকম সাহা্যের জন্য, সোম থেকে শনি, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে ফোন করতে পারেন ০২২-৬৮২০২৭১৫ নম্বরে। কিংবা মেল করতে পারেন nlcilhelpdesk2020@gmail.com আইডিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 02/2020. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন: – https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf