Home Miscellaneous ১৩৮ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে

১৩৮ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে

29
0

স্পেশ্যালিস্ট অফিসারের পদে ১৩৮ জনকে নিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে। নিয়োগ হবে ক্রেডিট, সিকিউরিটি, ফোরেক্স, লিগ্যাল, ডিলার, রিস্ক ম্যানেজমেন্টে – ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে।
স্কেল-ওয়ান বাছাই প্রার্থীদের প্রথমে ২ বছরের এবং স্কেল টু ও থ্রি বাছাই প্রার্থীদের প্রথমে ১ বছরের প্রবেশন। পরে পাকা চাকরি।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই, টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার কললেটার পাঠানো হবে ই-মেলের মাধ্যমে। পরীক্ষা হবে 8 মার্চ। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হল গ্রেটার কলকাতা ও শিলিগুড়ি।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ১০০) টাকা। অনলাইনে ফি পেমেন্ট করতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে।
দরখাস্ত করবেন অনলাইনে www.indianbank.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ ফেব্রুয়ারির মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বয়সের ছাড় সহ সব বিষয়েই বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here