North Eastern RailwaysBank/Rail Training 

উত্তর-পূর্ব রেলে ১,১০৪ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ১,১০৪ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুর ডিভিশনে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৬২ অনুযায়ী।

মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর: মোট আসন ৪১১টি। সিগন্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: মোট আসন ৬৩টি। ব্রিজ ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: মোট আসন ৩৫টি। মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগর: মোট আসন ১৫১টি। ডিজেল শেড ইজ্জতনগর: মোট আসন ৬০টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইজ্জতনগর: মোট আসন ৬৪টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন লখনউ জংশন: মোট আসন ১৫৫টি। ডিজেল শেড গোন্ডা: মোট আসন ৯০টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী: মোট আসন ৭৫টি।

অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি/ হাইস্কুল পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১২-৬-২০২৪ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। নথিপত্র যাচায়ের সময় যাবতীয় নথিপত্রের মূল ও জেরক্স সহ ৪ কপি পাসপোর্ট মাপের ছবি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে https://ner.indianrailways.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১১ জুলাইয়ের মধ্যে। প্রসেসিং ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: NER/RRC/Act Apprentice/2024-25. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment