কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড ২০০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে পশ্চিম-মধ্যে রেলে। অ্যাপ্রেন্টিসসেস এক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ফিটার, ওয়েল্ডার, পেইন্টের সহ বিভিন্ন ট্রেড।
ফিটার: মোট আসন সংখ্যা ৫০টি (অসং ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে দুর্বল ৫)। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): মোট আসন সংখ্যা ২০টি (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রিশিয়ান: মোট আসন সংখ্যা ৬০টি (অসং ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে দুর্বল ৫)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: মোট আসন সংখ্যা ১০টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ): মোট আসন সংখ্যা ৫টি (অসং ৪, ওবিসি ১)। পেইন্টার (জেনারেল): মোট আসন সংখ্যা ৩০টি (অসং ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ২)। ড্রাইভার সহ মেকানিক (লাইট মোটর ভেহিকল): মোট আসন সংখ্যা ৫টি (অসং ৪, ওবিসি ১)। মেকানিক রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অফ ভেহিকল: মোট আসন সংখ্যা ১০টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। সিএনসি প্রোগ্রামার এন্ড অপারেটর: মোট আসন সংখ্যা ১০টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)।
১০+২ পদ্ধতিতে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ২১-১-২০২০ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হরে স্টাইপেন্ড পাবেন।
প্রার্থীবাছাই হলে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। নথিপত্র যাচাইয়ের সময় ৪ কপি পাসপোর্ট মাপের ছবি, সচিত্র পরিচয়পত্র, ফি পেমেন্টের রসিদ সহ যাবতীয় প্রমাণপত্রের মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন। ট্রেনিংয়ের পূর্বে প্রার্থীদের একটি চুক্তিপত্রে সই করতে হবে। ১৮ বছর বয়সের নিচে প্রার্থীদের অভিভাবকের এই চুক্তিপত্রে সই করতে হবে।
আবেদন করবেন অনলাইন http://mponline.gov.in/portal/Services/RailwayRecruitment/Bhopal/B008/FrmApplication.aspx?langid=en-US&NotificationId=QgAwADAAOABSAGUAZwA= ওয়েবসাইটের মাধ্যেম, ২৬ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ দিতে হবে ১৭০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলাদের ক্ষেত্রে ৭০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা এবং www.wcr.indianrailways.gov.in ওয়েবসাইটে।