education and studentEducation Alerts Miscellaneous Teaching Trending News 

প্রতিক্ষণে শিখতে হবে

জীবনে চলার পথে প্রতিনিয়ত বিপত্তি থাকবে। সমস্যা থাকবে। তার মোকাবিলাও করতে হবে। ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন সমস্যা যেমন থাকবে তেমনি তার মোকাবিলাও করতে হবে। জীবনে যাই ঘটুক না কেন,বেঁচে থেকে লড়াই করতে হবে সমস্যা থাকলেও। মনে রাখতে হবে,জীবনে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে। আর মাথায় রাখতে হবে, মরার আগে মরবেন না,এই মানসিকতা তৈরি করুন। আর মাথায় রাখতে হবে,আশা হারাবেন না কখনও। দিকহারা হবেন না কোনও অবস্থাতেই। জীবনের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলুন।

শরীর-মন সুস্থ রেখে চলতে চেষ্টা করবেন। শিখতে হবে প্রতিক্ষণে। এই শেখাটাই জীবনের অবলম্বন হবে চলার প্রতিটি ক্ষেত্রে। অধ্যয়ন করতে হবে। ভাবতে হবে বিষয় নিয়ে। যদি আপনি ছাত্র হন তাহলে জীবনের প্রতি মুহূর্তে পড়ুন, গড়ুন আর স্বপ্ন দেখুন। ভেতরে ও বাইরেও বেঁচে থাকতে হবে। নিজের আশা পূরণ করতে লড়তে হবে। সমস্যা জর্জরিত থাকলেও সমস্যা মোকাবিলার পথে থেকে আনন্দে বাঁচতে চেষ্টা করতে হবে। জীবনে শুধু একটা জিনিসই মূল্যবান,সেটা আপনার জীবন।

Related posts

Leave a Comment