পেশার ওপর দাঁড়িয়ে পরিশ্রম
জীবনে চলার ক্ষেত্রে মনে রাখতে হবে,কেউ আপনাকে এসে সফল ব্যক্তিতে পরিণত করবে না। বর্তমান সময়ে আপনি সমস্যায় পড়লে কেউ আপনাকে টেনে তুলতেও আসবে না। আপনাকেই উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আবার সহজেই কেউ আপনাকে কিছু দিতে বাধ্য হবে না। পিতা-মাতা জন্ম দিয়েছেন। বড় করে তুলেছেন। শিক্ষা-দীক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। মানুষ করার পিছনে তাঁদের অবদান কম নয়। এক্ষেত্রেএকটি কথাই স্পষ্ট- জীবনে আপনি কোথায় যাবেন, সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার ভাবনা কারও থাকবে না। মনে রাখবেন,জীবন কারও জন্য থেমে থাকে না।
ব্যর্থ হলে কেউ আপনার কথা ভাবতে যাবে না। সুতরাং আপনাকে শক্ত হতে হবে। আপনি কোনও পেশার ওপর দাঁড়িয়ে পরিশ্রম করে চলেছেন। সেখানে লড়াই করে চলেছেন। কেউ এসে পাশে দাঁড়ানো বা সহানুভূতি জানাবে এমনটা প্রত্যাশা করবেন না। এক্ষেত্রে আপনার ফলাফল দেখবে,সাফল্য দেখবে। জগৎ আপনার জন্য বদলে যাবে না। সাফল্য না পেলে অবহেলার পাত্র হয়ে উঠতে পারেন। তাই প্রতিনিয়ত নিজেকে সময় উপযোগী করে তুলতে হবে। নিজেকে বদলাতে চেষ্টা না করলে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবেন না। যে পেশায় যুক্ত থাকুন না কেন,সেই পেশাকে ভালোবেসে পরিশ্রম করলে একদিন সাফল্য পাবেনই ।

