staff and officeEducation Alerts Miscellaneous Teaching Training 

জয় করার মানসিকতা

শিক্ষাক্ষেত্র,চাকরিক্ষেত্র বা সমাজের বিভিন্ন ক্ষেত্র এখন অনেক প্রতিযোগিতাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে শক্ত হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। প্রতি পদক্ষেপে আপনি মোকাবিলা না করতে পারলে পিছিয়ে পড়তে হবে। লক্ষ্য করে দেখবেন, দেশে-বিদেশে কাজের জগৎ এখন পরিবর্তনমুখী। নিজের মধ্যে বেশি আত্মবিশ্বাস দরকার। প্রতিযোগিতার তীব্রতায় মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। অতি মাত্রায় স্বার্থপর হয়ে ওঠার কারণে শিক্ষা ও চাকরির ক্ষেত্রটিও জটিল হয়ে উঠছে। কর্মসংস্থানের স্থানটি পজেটিভ মানুষদের সংখ্যা কমছে। একটু ভুল করলেই আপনি পিছিয়ে পড়তে পারেন।
সুতরাং,পজেটিভ মানুষদের সঙ্গে মেলামেশা করে আপনার দক্ষতা বাড়িয়ে তুলতে হবে। কর্মউদ্যোগী মানুষ পরিশ্রম বেশি করে থাকে। তাঁদের স্ট্রাগেল বেশি করতে হয়। মনে রাখবেন, এখনকার সময়ে অনুভূতি দিয়ে কাজ হয় না। পড়াশুনার গভীরতা বাড়াতে হবে নিজের প্রয়োজনে। যে কাজটি করবেন তা মনযোগ দিয়ে করুন। মনে রাখতে হবে,আপনি পরাজিত হতে আসেননি। জয় করার মানসিকতা তৈরি করতে হবে। প্রাথমিকভাবে হারলেও পরে উঠে দাঁড়ানোর শক্তি পেতে পারবেন। ঠকে ঠকে যা শিখবেন তা পরবর্তী সময়ে কাজে আসবে।

Related posts

Leave a Comment