vikram_sarabhaiKnowledge Update 

বিক্রম সারাভাইয়ের জন্মদিবস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিক্রম সারাভাই। ১৯১৯ সালের ১২ আগস্ট আমেদাবাদে তাঁর জন্ম। পুরো নাম ডঃ বিক্রম আম্বালাল সারাভাই। তিনি ছিলেন একজন বিজ্ঞানী তথা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। ভারতের অন্তরীক্ষ গবেষণার জনক বলা হয় তাঁকে।

ভারতে পারমানবিক শক্তি নিয়ে গবেষণার শুরুও তাঁর উদ্যোগে। ১৯৪৭ সালের ১১ নভেম্বর তিনি আমদাবাদে গড়ে তুলেছিলেন ”ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি”। এরপর ১৯৬৬ সালে আমদাবাদে ”কমিউনিটি সায়েন্স সেন্টার” প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তা ”বিক্রম সারাভাই স্পেস সেন্টার” নামে পরিচিত। পাশাপাশি ”পিআরএল” সহ আমদাবাদের ”ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট”, ”কমিউনিটি সায়েন্স সেন্টার”, ”দর্পণ অ্যাকাডেমি” একাধিক প্রতিষ্ঠানও তৈরি করেছিলেন বিক্রম সারাভাই। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি।

Related posts

Leave a Comment