ভি বালসারা-র জন্মদিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২২ জুন। ১৯২২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভি বালসারা। তাঁর পুরো নাম ভিয়েস্তাপ আদের্শির বালসারা। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীত আয়োজক, পরিবেশক, আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, অর্কেস্ট্রাসহ একাধিক বাদ্যযন্ত্রের সাবলীল ব্যবহারে তাঁর সুখ্যাতি ছিল সারা বিশ্বে।
১৯৪২ সালে ”বাদল” ছবি দিয়ে তাঁর কর্মজীবন শুরু। এরপর ১৯৪৩ সালে ”সার্কাস গার্ল” ছবিতে সঙ্গীত পরিচালকের কাজ করেছেন। এছাড়াও ৩৫টি হিন্দি ছায়া ছবিতে তিনি কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল- ”মা”, ”চলাচল”, ”পঞ্চতপা”, ”পথে হলো দেখা”, ”কাঞ্চন কন্যা”, ”ধন্যি মেয়ে” ও ”সন্ন্যাসী রাজা” সহ ১১২টি ছবির কাজ করেছেন।
তিনি সঙ্গীত জীবনে বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য পুরস্কার গুলি হল- ইন্দিরা গান্ধী পুরস্কার, রাজীব গান্ধী পুরস্কার সত্যজিৎ রায় স্মৃতি স্মারক হিউম্যানিটি মিশন পুরস্কার, কমলা দেবী রাই পুরস্কার, মোহর পুরস্কার।