school studentsMiscellaneous Trending News 

আনলক ৫-পর্বে স্কুল খুলছে, শিক্ষামন্ত্রকের নয়া গাইডলাইন জারি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৫ অক্টোবর থেকে খুলছে সব স্কুল। এক্ষেত্রে বিশদ গাইডলাইন জারি করল শিক্ষামন্ত্রক। করোনা আবহের ফলে মার্চ মাস থেকে বন্ধ স্কুল ৷ সূত্রের খবর, আনলক ৫-পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলায় সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ১৫অক্টোবরের পর থেকে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে ৷ তবে স্কুল খোলার বিষয়ে রাজ্যের হাতেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রয়েছে ৷ এবার কীভাবে চলবে স্কুল সেই সংক্রান্ত এসওপি (SOP) জারি করেছে শিক্ষামন্ত্রক ৷এক্ষেত্রে আরও বলা হয়েছে,স্কুল-কলেজ খোলার আগে তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে ৷ স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোণা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অবশ্যই পরিষ্কার করার পর তা জীবাণুমুক্ত করতে হবে ৷ প্রতিটি স্কুল এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করবে ৷

পাশাপাশি এই টাস্কফোর্স সমস্ত এমারজেন্সি কেয়ারের দায়িত্বে থাকবে। অন্যদিকে পড়ুয়াদের স্কুল আসা যাওয়ার ক্ষেত্রে যে বাস বা পুলকারগুলি দায়িত্বে থাকবে তারও স্যানিটাইজেশনে নজর দিতে হবে। আবার স্কুল খোলার পর করোনা পারিস্থিতিতে মিড ডে মিল তৈরি ও বিতরণের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার কথা ঊল্লেখ করা হয়েছে। এক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্কুল কলেজ খোলার পর ক্লাস শুরু হলে পড়ুয়া সহ শিক্ষক- শিক্ষাকর্মীদেরও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ৷ পড়ুয়া ও শিক্ষক সহ সবাইয়ের ক্ষেত্রেই মাস্ক ব্যবহার করা জরুরী।

Related posts

Leave a Comment