success and lifeEducation Alerts Miscellaneous Teaching Trending News 

ঘুরে দাঁড়ানোই সাফল্য

জীবনে সফল কীভাবে হবেন,তা নিয়ে বিশেষজ্ঞদের নানা মতামত রয়েছে। জেদ আর আত্মবিশ্বাস না থাকলে জীবনে কিছুই হবে না এটা মানতে হবে। সাফল্য আসলে কি তা অনেকেই জানেন না। সোজা কথা হল- পড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোই সাফল্য। পরাজয়ের ভয় পেলে হবে না। একজন সাফল্য পাওয়া মানুষ মনে করেন,কঠোর পরিশ্রম,অনুপ্রেরণা আর ভাগ্যের সহায়তা পেলে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। মনে রাখা জরুরী যে,যিনি বিজয়ী হন তিনি জয়ী হওয়ার জন্য কি কি করতে হবে সেটার উপর বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন। প্রচলিত একটি কথা রয়েছে,”End” মানে আমরা সবকিছু শেষ বুঝি। কিন্তু তা নয়। এক্ষেত্রে “End” শব্দটির মানে হল – “Efforts never die” যার সমগ্র অর্থ হচ্ছে -কোনওপ্রচেষ্টার মৃত্যু হতে পারে না। জীবনের ক্ষেত্রে আমরা দেখি, পর পর পরাজয় আরও পরাজয়ের জন্ম দিয়ে থাকে। হারের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলতে পারে। যা তার পরবর্তী হারের কারণ হতে পারে । একটা কথা মাথায় রাখতে হবে-যে মানুষ সবকিছু তৈরি অবস্থায় পেতে আগ্রহী সেই ব্যক্তি জীবনে সফলতা পায় না। মনে রাখতে হবে- “NO” শব্দের অর্থ আমরা জানি “না” । “NO” মানে “Next Opportunity” । বাংলায় যা পরবর্তী সুযোগ। সব সময় মনে রাখবেন, মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই প্রচেষ্টা থাকলেই সাফল্য পাওয়া যাবে এটা মনে রাখতে হবে।

Related posts

Leave a Comment