সীমান্ত সমস্যা চলতে থাকলে ভারত-চীন বাণিজ্য সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সীমান্ত সমস্যা জিইয়ে রেখে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবস্থা আগের মতো আর সম্ভব নয়। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ভারত তাঁর সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনওরকম আপস করবে না, তা বলে তার মানে এই নয় যে, ভারত আগ্রাসী মনোভাব নেবে। শ্রিংলা আরও জানিয়েছেন, “এই ধরনের সীমান্ত সমস্যা একেবারেই অভূতপূর্ব। ১৯৬২ সালের পর এমন পরিস্থিতি এর আগে কখনই ঘটেনি। আমরা চীন সীমান্তে আমাদের দেশের বীর সেনাদের হারিয়েছি, এধরণের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক”।
ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানেই বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, দুই ধাপে বেশ কয়েকটি চীনা অ্যাপ ব্যান করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই অ্যাপগুলি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, তাই ভারত চাইছে আলোচনার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
সেই একই কথা বলেছেন, দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। ভারতীয় সেনার তরফ থেকে বলা হয়েছে, চীন, পিএলএ সীমান্তে উত্তেজক গতিবিধি বজায় রেখে চলেছে। প্যাংগং লেকে অনুপ্রবেশের চেষ্টা হয় বলেও খবর। আর সেই কারণেই বারবার সীমান্তে শান্তি ভঙ্গের দায় চাপছে চীনের উপরেই। যদিও তা চীন বরাবরের মতোই অস্বীকার করে চলেছে।

