indian railwaysMiscellaneous Trending News 

এবার ট্রেন চলাচলের নির্ঘন্ট নিয়ে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত রেলের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিগত কয়েক দশক ধরেই বিভিন্ন দাবির কারণে ট্রেনগুলির স্টপেজ বাড়ানো হয়েছিল। এমন প্রায় ৫০০টি ট্রেন চিহ্নিত করে বন্ধ করার পথে রেল। এবার ট্রেন চলাচলের নির্ঘন্ট নিয়ে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত ভারতীয় রেলের। এরজন্য ‘রেলওয়ে জিরো বেসড টাইম টেবিল’ তৈরি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্বাভাবিকভাবে ট্রেন পরিষেবা চালু হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এখন কেবলমাত্র স্পেশ্যাল ট্রেনই চলছে।

রেল সূত্রে খবর, এই নতুন টাইম টেবিল অনুযায়ী যাতে বন্ধ ট্রেনগুলির প্রভাব যাত্রীদের ওপর না পড়ে, সেই বিষয়ে খেয়াল রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য মজুত থাকবে অন্য ট্রেনের বিকল্পও। অন্যদিকে বিভিন্ন ট্রেনের প্রায় ১০ হাজার স্টপেজ বন্ধ করা হচ্ছে। যারমধ্যে বেশিরভাগই রয়েছে ধীর গতির প্যাসেঞ্জার ট্রেন। জানা গিয়েছে, যেখানে ৫০ জনের কম যাত্রী ওঠা-নামা করে, এমন স্টপেজগুলিকে নতুন টাইম টেবিলে রাখা হচ্ছে না।

রেল সূত্রে আরও খবর, প্রয়োজনহীন ট্রেন ও কয়েকটি ট্রেনের স্টপেজ কমে যাওয়ায় বাকি ট্রেনগুলির গতিবেগ বাড়বে বলে আশা করা হচ্ছে। রেলের পরিকল্পনা অনুযায়ী জানা গিয়েছে, নতুন এই টাইম টেবিলে কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট ট্রেন হিসেবে তুলে ধরা হবে। তাই ভাড়া হিসেবে ট্রেনের বাড়তি আয়ের সম্ভবনাও রয়েছে।

সূত্রের খবর, সাধারণত নতুন টাইম টেবিল জুলাই মাসে চালু হয়ে থাকে। তবে এ বছর ভিন্ন পরিস্থিতির কারণে তা করা সম্ভব হয়নি। প্রতি বছরই নতুন ট্রেনগুলিকে টাইম টেবিলে জায়গা করে দিয়ে হয়। তার জন্যই প্রতি বছর নতুন টাইম টেবিলের প্রয়োজন হয়। এই পরিবর্তনের ক্ষেত্রে সময় ৫ মিনিট থেকে সর্বাধিক ১৫ মিনিট পর্যন্ত হেরফের হয়ে থাকে।

Related posts

Leave a Comment