আজ আবহাওয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গ জুড়ে বর্ষার ইঙ্গিত। মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, বেলা বাড়লে অস্বস্তি আরও বেড়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। (ছবি: সংগৃহীত)