Home State Government রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার দরখাস্ত নিচ্ছে

রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার দরখাস্ত নিচ্ছে

71
0
Examination
Examination

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের জেলাগুলির সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত ও নিম্নবুনিয়াদি স্কুলগুলিতে প্রাইমারি টিচার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট)-এর দরখাস্ত নিচ্ছে। নিয়োগ হবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে। সারা রাজ্যে এই পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর।

অন্তত ৫০ (তফশিলি, ওবিসি, এক্সেমটেড ক্যাটেগরি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা বা ৪ বছরের ব্যাচেলর বা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ডিপ্লোমাধারী হতে হবে। অথবা গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলেও আবেদনের যোগ্য।

মোট ১৫০ নম্বরের এই পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি, ওবিসি, এক্সেমটেড ক্যাটেগরি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর পেলে তবেই সফল হবেন। এই পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।

আবেদন করবেন অনলাইনে https://www.wbbpeonline.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ৪ অক্টোবরের মধ্যে। ফি বাবদ দিতে হবে ৫০০ (ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০, তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ এক্সেমটেড ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০) টাকা। অনলাইনে ফি জমা দিতে পারবেন ৫ অক্টোবরের মধ্যে। এই পরীক্ষার নং: 1945/WBBPE/2023. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ও https://www.wbbprimaryeducation.org/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here