Home Medical টাটা মেমোরিয়াল হাসপাতালে ৪০৫ ক্লার্ক, নার্স

টাটা মেমোরিয়াল হাসপাতালে ৪০৫ ক্লার্ক, নার্স

7
0
tata memorial
tata memorial

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাটেন্ড্যান্ট, ট্রেড হেল্পার, নার্স পদে ৪০৫ জনকে নিচ্ছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। এটি পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১৮টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এবং ৩ মাসের কম্পিউটার কোর্স পাশ। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা। বয়স ২৭ বছর। মাইনে ১৯,৯০০ টাকা। অ্যাটেন্ড্যান্ট: শূন্যপদ ২০টি। ট্রেড হেল্পার: শূন্যপদ ৭০টি। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাশ ও ১ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ বছর। মাইনে ১৮,০০০ টাকা।

নার্স-এ: শূন্যপদ ২১২টি। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ এবং অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা। সঙ্গে ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। অথবা বেসিক/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ ও ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। বয়স ৩০ বছর। মাইনে ৪৪,৯০০ টাকা।

নার্স-বি: শূন্যপদ ৩০টি। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ এবং অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা। সঙ্গে ৬ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। অথবা বেসিক/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ ও ৬ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। বয়স ৩৫ বছর। মাইনে ৪৭,৬০০ টাকা।

নার্স-সি: শূন্যপদ ৫৫টি। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ এবং অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা। সঙ্গে ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। অথবা বেসিক/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ ও ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। বয়স ৪০ বছর। মাইনে ৫৩,১০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। সবশেষে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://tmc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারির মধ্যে। ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: TMC/AD/108/2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন ও বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here