বিশ্বকাপ ও মেসির সাফল্য
বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির সাফল্য একনজরে । (১)প্রথম প্লেয়ার হিসেবে নকআউট পর্বে প্রতি ম্যাচে গোল করেছেন মেসি। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে জোড়া গোল করেন তিনি। (২)নিজে গোল করা ছাড়াও গোল করিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোলের অবদান রেখেছেন লিওনেল। ১৯টি গোল করে এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন রোনাল্ডো নাজারিও ও মিরোস্লাভ ক্লোসে। সেমিফাইনালে তাঁদের স্পর্শ করেন মেসি। এরপর ফাইনালে ২টি গোল করে টেক্কা দিলেন আর্জেন্টিনার এই খেলোয়াড়। তাঁর গোল সংখ্যা এখন ২১। (৩) বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ডও হল মেসির। তিনি টপকে গেলেন জার্মানির তারকা ফুটবলার লোথার ম্যাথিউজকে। তাঁর ম্যাচ খেলার সংখ্যা ২৫টি । মেসির বিশ্বকাপে ম্যাচ সংখ্যা হল ২৬টি । (৪)বিশ্বকাপ আসরে সবথেকে বেশি সময় মাঠে কাটানোর নিরিখে শীর্ষে ছিলেন ইতালির ফুটবলার পাওলো মালদিনি।ফাইনালে সেই রেকর্ড গড়লেন আর্জেন্টিনার এই নক্ষত্র।
Read More