puja and song Miscellaneous Trending News 

পুজোর গানে বদল : “মহিষাসুরমর্দিনী” এক অনুভূতি

আজও নবীন “মহিষাসুরমর্দিনী”। আধুনিককালেও এর গুরুত্ব কমেনি। পুজোর গানে বাজার জমজমাট হলেও ‘মহিষাসুরমর্দিনী’-তে রয়েছে এক অন্য অনুভূতি। সেই চিরাচরিত পাঠ এখনও মানুষের মনের মণিকোঠায়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটির সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে “মহিষাসুরমর্দিনী”। “আশ্বিনের শারদ প্রাতে …”। শুনলেই দুর্গাপুজোর স্মৃতি-অনুভূতি জেগে ওঠে। পাশাপাশি গানের ধারা ও সুর ভিন্ন আবহ সৃষ্টি করে। গানের সঙ্গে সাযুজ্য বজায় রেখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র কণ্ঠ। মহালয়া উপলক্ষ্যে বা দুর্গাপুজোর সময় এমন চিরাচরিত পাঠ ও গান বাংলায় আর হয়নি।

Read More