বড়দিনের উৎসব : বিশেষ তাৎপর্য
২৫ ডিসেম্বর বড়দিন। প্রায় গোটা বিশ্বে বড়দিনের উৎসব পালিত হয়। প্রচলিত রয়েছে, ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করেই দিনটি উৎযাপন করা হয়। এই দিনটি থেকেই খ্রিস্টধর্মের ১২ দিন ব্যাপী ক্রিসমাসটাইড অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে থাকে।ক্রিসমাস ট্রি নিয়েও মাতামাতি দেখা যায়। এই ক্রিসমাস ট্রি সাজানোর রীতি বা প্রথা হাজার বছর পূর্বের। জানা যায়,উত্তর ইউরোপে ফার গাছকে এই নিয়মে সাজানো হতো। ফার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকে। এমনকী কাঠের টুকরো একত্রিত করে ত্রিভুজ আকার দিয়ে তাকে সাজানো হতো। এই প্রচলন ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
Read More