জীবনে সফল হওয়ার জরুরি বিষয়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাফল্যের জন্য বুদ্ধিমত্তাই সবচেয়ে জরুরি বিষয়। এমনটাই ধরে নেওয়া হয়-যাঁরা পরীক্ষায় ভালো ফল করেন তাঁরাই বুদ্ধিমান। অনেক সময় দেখা যায়, রাঙ্ক পাওয়া বা ভালো নম্বর পাওয়া পড়ুয়াদের নিয়ে মাতামাতি করতে দেখা যায়। পরে দেখা যায়, ওই সব ছাত্র-ছাত্রীরা সফলতা পাচ্ছেন না। অন্যদিকে দেখা যায়,যে সব পড়ুয়াদের নিয়ে ভাবনা-চিন্তা কম,তাঁরা বাস্তবে সফলতা পাচ্ছেন।
মনস্তত্ববিদদের গবেষণা অনুযায়ী জানা গিয়েছে,জীবনে কিছু করার প্রচেষ্টার অভাব ছাড়াও যে কারণে মানুষ কিছু করে উঠতে পারে না,তা হল-নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা। এক্ষেত্রে বলা হয়েছে,জীবনে সফল হওয়ার এক জরুরি বিষয় হল-আবেগ সংক্রান্ত বুদ্ধিমত্তা। তবে সাফল্যের নির্দিষ্ট কোনও সংজ্ঞা হয় না। একজনের সাফল্য এক এক রকম। জীবনে সাফল্য অর্জন করার একমাত্র পথ নিজের গড়া সব লক্ষ্যে পৌঁছাতে পারা। আর একটা কথা মাথায় রাখতে হবে-নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখা।

