set examMiscellaneous Trending News 

বাংলায় “সেট” প্রশ্নপত্র : শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সেট-এর প্রশ্নপত্র হবে বাংলায়। এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। কলেজ সার্ভিস কমিশন সেই লক্ষ্যেই নামছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য,সেট পরীক্ষায় জেনারেল পেপারের কয়েকটি প্রশ্নপত্র বাংলায় করেছিল কলেজ সার্ভিস কমিশন। বাংলা ভাষাকে অধ্যাপক নির্ণয়ের যোগ্যতা মানের পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে।

এক্ষেত্রে জানানো হয়েছে, “সেট” পরীক্ষার বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্র বাংলা ভাষাতেই করবে কলেজ সার্ভিস কমিশন। কমিশনের আধিকারিকরা এই সংক্রান্ত বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে কলেজ সার্ভিস কমিশন।

এ বিষয়ে আরও জানা যায়, আগামী ডিসেম্বর মাসে কলেজ সার্ভিস কমিশন ফের “সেট”পরীক্ষা গ্রহণ করবে। বিজ্ঞান বিষয়গুলি ছাড়া বাকি প্রত্যেকটি বিষয়ে প্রশ্নপত্র বাংলা ভাষায় করার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এতদিন পর্যন্ত ইংরেজিতে সেট-এর প্রশ্নপত্র করে এসেছে কলেজ সার্ভিস কমিশন। প্রাথমিক পর্যায়ে ১৫ থেকে ২০ টি বিষয়ের বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে করার প্রক্রিয়ায় কমিশন।

কমিশন সূত্রে আরও জানা যায়, হিউম্যানিটিস ও জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন-সহ কয়েকটি বিষয় ভিত্তিক প্রশ্নপত্র বাংলাতে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। ছাত্র-ছাত্রীদের কাছে সেট পরীক্ষা আরও সহজ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলেজ সার্ভিস কমিশনের এই প্রয়াসকে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা স্বাগত জানিয়েছেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment