স্কুল খোলার সময় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্কুল খোলার সময় ঘোষণা। স্কুল খোলা নিয়ে শিক্ষা দফতরের নির্দেশিকার পর মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে সকাল ১০টা থেকে। এক্ষেত্রে ওই পড়ুয়াদের স্কুলে চলে আসতে হবে সাড়ে ৯টার মধ্যে। ছুটি হবে দুপুর সাড়ে ৩টায়। আবার দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১১টা থেকে। পড়ুয়াদের স্কুলে চলে আসতে হবে সাড়ে ১০টার মধ্যে। ছুটি হবে বিকেল সাড়ে ৪টায়। পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করা হবে প্র্যাক্টিক্যাল ক্লাস। স্কুল শুরুর ১ ঘন্টা আগে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে হবে।

