Debi SaraswatiMiscellaneous 

সরস্বতী পুজো বিধি

আমার বাংলা নিউজ ডেস্কঃ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে (যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত) সরস্বতী পুজো হয়। সকল বিদ্যার্থীরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর।

সরস্বতী পুজোর মন্ত্র ও পুষ্পাঞ্জলি:

যা কুন্দেদু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা।
যা বীনা বরদন্ড মন্ডিত ভুজা যা শুভ্রবস্ত্রাবৃতা।।

ব্রহ্মাচ্যুতশঙ্কর প্রভৃতিভি দৈবৈ সদা বন্দিতা।
সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্যাপহা ।।

সা মে বসতু জিহ্বায়াং বীণাপুস্তক ধারিণী।
মুরারী বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী।।

সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।
বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।

সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র:

সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকালৈ্য নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য এব চ ।।

সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।

Related posts

Leave a Comment