Home Government Jobs হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ২৭৬ জনের নিয়োগ

হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ২৭৬ জনের নিয়োগ

22
0
Swasthya Bhawan
Swasthya Bhawan

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে ২৭৬ জনকে নিচ্ছে হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।

স্টাফ নার্স: শূন্যপদ ৩৬টি। জিএনএম/ বিএসসি নার্সিং পাশ হতে হবে ও রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই। বয়স ৪০ বছর। মাইনে ২৫,০০০ টাকা।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০৫টি। এএনএম/ জিএনএম কোর্স পাশ ও রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই। বয়স ৪০ বছর। মাইনে ১৩,০০০ টাকা। যে জেলার জন্য আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

মেডিক্যাল অফিসার: শূন্যপদ ৬৯টি। এমবিবিএস পাশ ও ১ বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ৬৭ বছর। মাইনে ৬০,০০০ টাকা।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৬৬টি। এএনএম/ জিএনএম পাশ ও রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই। বয়স ৪০ বছর। মাইনে ১৩,০০০ টাকা। যে জেলার জন্য আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.wbhealth.gov.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ (তফশিলি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) টাকা। জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন “District Health & Family Welfare Samity, Hooghly”-এর অনুকূলে। যেন তা কলকাতায় ভাঙানোর যোগ্য হয়। এর উল্টোপিঠে নিজের নাম ও যে পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করে দেবেন। এবার ড্রাফট ও যাবতীয় নথিপত্র সহ আবেদনপত্র রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্ট এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৫ মে-র মধ্যে। এই ঠিকানায়: Chief Medical Olficer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101. এছাড়া হাতে-হাতেও দরখাস্ত জমা করতে পারেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here