প্রিয় লেখকের বই পড়ুন : সৃজনশীলতা হোক সঙ্গী
শিক্ষার্থী হলে পড়াশুনা যেমন করবেন তেমনি জীবনে এই পরামর্শগুলো মেনে চলতে হবে। যা কিছু করবেন তা যেন নিষ্ঠার সঙ্গে হয়। নিজের সুখের জন্যই কর্তব্য পরায়ন হতে হবে। তবে চাবিকাঠি অন্যের হাতে তুলে দেবেন না। কারও ওপর বেশি নির্ভরশীল হবেন না। সামান্য অবহেলাতেই মন খারাপ করবেন না। মানসিকভাবে দুর্বল হবেন না। মন খারাপ হলে ভালো গান শুনুন। অথবা প্রিয় লেখকের বই পড়ুন। সৃজনশীলতা হয়ে উঠুক সঙ্গী। নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করতে যাবেন না। এসব পরিণত মানসিকতার পরিচয় হতে পারে না। কখনও মন খারাপ হলে সবুজ প্রকৃতির মধ্যে মিশে যেতে পারেন। ঈশ্বরের প্রার্থনাও করা যেতে পারে। পুরনো ভালো স্মৃতি মনে করে হাসতে পারেন। দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাটা করতে হবে। কোনও কাজে সফল হলে নিজেকে নিয়ন্ত্রন করতে হবে। ব্যর্থ হলেও বিচলিত হবেন না। তবে হাল ছাড়লে চলবে না। মনে রাখতে হবে,বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সবসময় আপনার গুণের চেয়ে ত্রুটিগুলো খুঁজতেই পছন্দ করবে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সময় কাটাতে পারেন। আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। সবার মন জয় করা আপনার দায়িত্ব হতে পারে না। মনে রাখবেন, বিশ্বের কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

