railway postBank/Rail Central Government Exam Preparation Government Jobs Miscellaneous 

রেলের চাকরির পরীক্ষার খোঁজ-খবর

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট,টেকনিশিয়ান,জুনিয়র ইঞ্জিনিয়ার ও সাব-ইন্সপেক্টর পদের জন্য রেলের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছে। আগামী ৭ অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে খবর। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট,টেকনিশিয়ান,জুনিয়র ইঞ্জিনিয়ার ও সাব-ইন্সপেক্টর এই ৪টি পদের কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে।
(১)অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের কম্পিউটার বেসড টেস্ট (সি বি টি)হবে আগামী ২৫নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। শূন্যপদের সংখ্যা ১৮৭৯৯। পদ সংখ্যা বাড়ানো হয়েছে। অনলাইন দরখাস্ত নেওয়া হয় ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। বিজ্ঞপ্তি নং CEN/2024।
(২)রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব- ইন্সপেক্টর পদের কম্পিউটার বেসড টেস্ট (সি বি টি)নেওয়া হবে আগামী ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। শূন্যপদের সংখ্যা ৪৫২। এক্ষেত্রে অনলাইন দরখাস্ত নেওয়া হয় ১৪মে ২০২৪ পর্যন্ত। বিজ্ঞপ্তি নং CEN RPF01/2024।
(৩)টেকনিশিয়ান পদের কম্পিউটার বেসড টেস্ট (সি বি টি)নেওয়া হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। শূন্যপদের সংখ্যা ১৪২৯৮। এক্ষেত্রে অনলাইন দরখাস্ত নেওয়া হয় ১৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত। বিজ্ঞপ্তি নং CEN 02/2024।
(৪) জুনিয়র ইঞ্জিনিয়ার,সি এম এ মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের কম্পিউটার বেসড টেস্ট (সি বি টি)নেওয়া হবে আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। শূন্যপদের সংখ্যা ৭৯৫১। অনলাইন দরখাস্ত নেওয়া হয় ২৯ আগস্ট ২০২৪ পর্যন্ত। বিজ্ঞপ্তি নং CEN 02/2024।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই পরীক্ষায় ১০ দিন পূর্বে E-Admit Card ডাউনলোড করতে পারবেন রেলের ওয়েবসাইট থেকে। আধার লিঙ্ক বায়োমেট্রিক ভেরিভিকেশনের জন্য প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আপডেট করুন। ওয়েবসাইটটি হল-www.rrbapply.gov.in

Related posts

Leave a Comment