counselingEducation Alerts Miscellaneous Teaching 

পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং

পরিবর্তন হয়ে চলেছে সামাজিক-অর্থনৈতিক ও পারিবারিক ভাবনাগুলি। সেই পরিবর্তন থেকেই ছাত্র-ছাত্রী বা পড়ুয়াদের ভাবনারও বদল ঘটছে। স্কুল ও বাড়ির পরিবেশে সেই নির্মল আনন্দের পরিবেশ খুঁজে পাচ্ছে না পড়ুয়ারা। আশা-হতাশার দুই বিপরীত মানসিক টানাপোড়েনে পড়ছে। জীবনের দিশা দেখানোর মানুষ কমছে। সরকারি স্কুলগুলিতে সেই সুযোগ অনেকটাই কম। শিশু মনের ওপর বিরূপ প্রভাব পড়লে ব্যাহত হয় পড়াশুনা।

কথায় বলে, মন ভালো না থাকলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে না। শরীর ভালো না থাকলে আমরা চিকিৎসকের প্রয়োজন অনুভব করি। তেমনি স্কুল-পড়ুয়াদের মনের অসুখের সঠিক পরিচর্যা করতে হবে। মানসিক চাপের লক্ষণ দেখা দিলে তার পরিচর্যা করতে হবে। সব সরকারি স্কুলে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। মানসিক অবস্থার খোঁজ-খবর নিতে পারলে অনেকটাই উপকার হবে। পড়ুয়াদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাতে পারলে লেখাপড়ায় অনেকটাই মনোযোগী করে তোলা যাবে।

Related posts

Leave a Comment