ভারতীয় রাজনীতির নক্ষত্র পতন, প্রয়াত প্রণব মুখোপাধ্যায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শেষ হল আর একটি অধ্যায়। প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (৮৪)৷ ভারতীয় রাজনীতির একটি অধ্যায়ের যবনিকা পড়ল৷ দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিঁনি।
বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব বাবু৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷এরপর চিকিত্সকরা অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করেন৷পাশাপাশি অপারেশনের আগে করোনা পরীক্ষাও করা হয়। ওই রিপোর্ট পজিটিভ আসে৷ সূত্রের খবর, তাঁর অস্ত্রোপচারও হয়েছিল৷ মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয় এবং তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল৷ হাসপাতালে ভর্তির পূর্বে প্রাক্তন রাষ্ট্রপতি ট্যুইট করে জানিয়েছিলেন, তাঁর করোনা পজিটিভ ছিল৷
প্রাথমিকভাবে চিকিত্সায় সাড়া দিলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ হাসপাতালের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷
উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ এরপর ফের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হননি তিনি৷ রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।
হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷
প্রসঙ্গত, ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৯ সালে ভারত রত্ন সম্মান প্রদান করা হয় তাঁকে৷ ১৯৯৭ সালে প্রণব মুখোপাধ্যায় সেরা সাংসদ পুরস্কার পান৷ ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান ভূষিতও হন তিঁনি।

