বাংলা সাহিত্যের কবি নির্মলেন্দু গুণ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের কবি নির্মলেন্দু গুণের জন্মদিন। ১৯৪৫ সালের ২১ জুন তাঁর জন্ম। কবিতা ছাড়াও তিনি লিখেছেন গল্প ও বহু ভ্রমণ-সাহিত্য। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হল- ‘প্রেমাংশুর রক্ত চাই’, ‘দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’, ‘বাংলার মাটি বাংলার জল’,‘চিরকালের বাঁশি’, ‘দুঃখ করো না, বাঁচো’ প্রভৃতি।
‘আপন দলের মানুষ’ তাঁর গল্পগ্রন্থ। ‘সোনার কুঠার’ নামের একটি ছড়াগ্রন্থও লিখেছেন। পাশাপাশি ‘আমার ছেলেবেলা’, ‘আমার কণ্ঠস্বর’সহ বেশ কিছু গ্রন্থও লিখেছেন তিনি। সাহিত্য স্বীকৃতি-স্বরূপ তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন। ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। একুশে পদকও পান। স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ।