ইন্ডিয়া গেটে এবার নেতাজির মূর্তি
কাজকেরিয়ার অনলাইন নিউস ডেস্ক: ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির বিশাল মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে এই প্রচেষ্টা সরকারি ভাবে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে জানা যায়, ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির বৃহৎ আকার গ্রানাইট মূর্তি। এ কথা ট্যুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, ট্যুইটের মাধ্যমে একটি ছবি শেয়ার করে এ কথা জানান দেশের প্রধান মন্ত্রী। ইন্ডিয়া গেটেই এ বার বসানোর উদ্যোগ নেওয়া হবে সুভাষচন্দ্র বসুর মূর্তি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী ট্যুইটারে উল্লেখ করেছেন,” দেশ জুড়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মলগ্ন পালিত হচ্ছে, তখন আমার গর্ব হচ্ছে এই ঘোষণা করতে। গ্রানাইটে নির্মিত নেতাজির একটি বিশাল মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে।”