ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস নিচ্ছে
২০০ আসনে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিচ্ছে ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের মোট আসন ১১০টি এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের মোট আসন ৩০টি। অন্যদিকে, শিপবিল্ডিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং/ ন্যাভাল অর্কিটেকচার, ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের আসন ৬০টি।
ডিপ্লোমার ক্ষেত্রে- সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠিত কোনও স্টেট কাউন্সিল বা টেকনিক্যাল এডুকেশন বোর্ড প্রদত্ত ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিপ্লোমাধারী, কিংবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমাধারী, কিংবা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য ডিপ্লোমাধারী হতে হবে।
ডিগ্রির ক্ষেত্রে- সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রদত্ত ইঞ্জিনিয়ারিং/ টেনোলজি ডিগ্রিধারী, কিংবা উপযুক্ত প্রতিষ্ঠান প্রদত্ত ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডিগ্রিধারী, কিংবা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত এসবের সমতুল গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রদত্ত বি.বি.এ., বি.কম, বি.সি.এ. ও বি.এস.ডব্লিউ. ডিগ্রিধারী, কিংবা উপযুক্ত কোনও প্রতিষ্ঠান প্রদত্ত ডিগ্রিধারী, কিংবা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। স্বীকৃত ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সগুলি ১ এপ্রিল, ২০২১ তারিখ বা তার পরে পাশ করে থাকতে হবে।
০১-০৩-২০২৬ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা স্টাইপেন্ড পাবেন ১২,৩০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা স্টাইপেন্ড পাবেন ১০,৯০০ টাকা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল গ্র্যাজুয়েট স্ট্রিমের শিক্ষাগত যোগ্যতার সবিস্তার তথ্য পাবেন ওয়েবসাইটে।
প্রার্থিবাছাইয়ের জন্য অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া দরখাস্তের ভিত্তিতে প্রার্থীদের প্রমাণপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রমাণপত্র যাচাই এবং ইন্টারভিউ হবে ম্যাজাগন ডকে। কোনও আবেদনের ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://mazagondock.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং একটি মোবাইল নং থাকা চাই এবং এগুলি অ্যাপ্রেন্টিস পোর্টালে রেজিস্টার্ড থাকা চাই। আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এবং সব বিষয়ে অনেত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

