স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার স্বার্থে লোকসভায় বিল পাশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লোকসভায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিল পাশ হল। সূত্রের খবর, লোকসভায় পাশ হল এপিডেমিক ডিজিজেজ (সংশোধনী) বিল। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার স্বার্থে এই বিল আনা হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে ওই বিলে আরও বলা হয়েছে, এবার থেকে কোনও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে অভিযুক্তের ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। আবার রাজ্যসভায় এই বিল পাশ হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটে। মূলত তাঁদের নিরাপত্তা দেওয়ার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

