Home Knowledge Update লালা লাজপত রায়

লালা লাজপত রায়

86
0
lala-lajpat-rai
lala-lajpat-rai

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন লালা লাজপত রায়। ১৯২৮ সালের ১৭ নভেম্বর লাহোরে তিনি প্রয়াত হন। তিনি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। পাঞ্জাব কেশরি নামেও তাঁকে বলা হত। এছাড়াও সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন তিনি। সেখানে পুলিশের লাঠির আঘাতে ব্যাপকভাবে আহত হয়েছিলেন। পরে তিনি মারাও যান। লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষী বিমা কম্পানী স্থাপন করেছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় হিন্দী ভাষায় মধ্যযুগীয় হিন্দুত্ববাদী রাজা শিবাজী ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনী রচনা করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here