student and examEducation Alerts Exam Preparation Miscellaneous Teaching 

কীভাবে পরীক্ষায় সাফল্য পাবেন জেনে নিন

“পরীক্ষা” এলেই অনেকে উৎকন্ঠায় থাকেন। নিজেকে যাচাই করার একটা মাধ্যম হচ্ছে পরীক্ষায় বসা। বইয়ের পড়া নিখুঁতভাবে হলেই তবে পরীক্ষায় সাফল্য মেলে। যার জন্য প্রয়োজন হয় ভালোমতো অনুশীলনের। পরীক্ষায় বসেন বিভিন্ন ধরণের পড়ুয়া বা ছাত্র-ছাত্রী। মেধা তাঁদের ভিন্ন ভিন্ন। মেধার পরিচয় রাখে এমন ছাত্র-ছাত্রী যেমন রয়েছে তেমনি স্বল্প মেধার পড়ুয়াদেরও দেখা যায়। পরীক্ষার হলে বিভিন্ন ধরণের ছাত্র-ছাত্রী মিলবে। অন্যের লেখা দেখে লেখার প্রবণতার পড়ুয়াও দেখা যায়। অসৎ উপায় অবলম্বন করার পড়ুয়াদেরও খোঁজ মেলে।

যার জন্য স্কুলগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়ার বিষয়টি উঠে আসছে। প্রত্যেক পরীক্ষার ওপর আলাদাভাবে নজরদারি চালানো সম্ভব কিনা,তা নিয়ে ভিন্ন মত রয়েছে। একজন পড়ুয়াকে মনে রাখতে হবে একটি প্রচলিত প্রবাদ-“চুরি বিদ্যা বড় বিদ্যা,যদি না পড়ো ধরা।” সুতরাং এই পন্থা অবলম্বন না করাই ভালো। তার চেয়ে পড়াশুনায় মন দিয়ে স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যাওয়াই একজন পড়ুয়ার আদর্শ হওয়া উচিত। স্কুল চলাকালীন সব শিক্ষকের ক্লাসগুলি ভালো মতো নজর রাখবেন। লেখার অভ্যাস রাখবেন। ভালো সহকারী বই দেখে প্রশ্নের উত্তর করবেন। তাহলে সাফল্য আসবে।

Related posts

Leave a Comment