মহাকালী-মহাকাল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কালী রূপের ঘনঘটা। দেবীর অনেক রূপের বর্ণনা পাওয়া যায়। যেমন- মহাকালী, রক্ষাকালী, শ্যামাকালী, নিত্যকালী ও শ্মশানকালী প্রভৃতি। মহাকালী-মহাকালের সঙ্গে বিরাজমান। সব অশুভ কাটিয়ে লক্ষ্য- জগতের মঙ্গল কামনা। কাঙ্ক্ষিত ফল লাভের আশায় চলে এই পূজার্চনা। কালীপুজোর বিধান দিয়ে থাকেন শাস্ত্রজ্ঞরা।

