কারা দফতরে রদ-বদল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কারা দফতরে বদল। সূত্রের খবর, কারা দফতরের ডিআইজি (দমদম) হলেন নবীন সাহা। জানা গিয়েছে, তাঁর পরিবর্তে ডিআইজি (বর্ধমান) হচ্ছেন অরিন্দম সরকার। পাশাপাশি ঝাড়গ্রাম সংশোধনাগারের ভারপ্রাপ্ত সুপার হচ্ছেন প্রেসিডেন্সির জেলর রাজীব লোচন। অন্যদিকে প্রেসিডেন্সির জেলর হচ্ছেন মহম্মদ আকিব নাসিম। সূত্রের আরও খবর, রায়গঞ্জ জেলা ও মুক্ত সংশোধনাগারের সুপার হচ্ছেন রাজেশ মণ্ডল। কালিম্পংয়ে সুপারের দায়িত্বভার নিচ্ছেন জেলর অঞ্জন চট্টোপাধ্যায়।

