হরিয়ানায় ডবল ট্র্যাকের টানেল নির্মাণে ভারতীয় রেল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পৃথিবী ব্যাপী করোনার থাবা।করোনা আবহে থমকে স্বাভাবিক জীবনের ছন্দ। তবে থেমে নেই ভারতীয় রেলের জয়যাত্রা।চলছে উন্নয়ন মূলক কাজকর্মও। গত ৪ মাস ধরে লকডাউন পরিস্থিতিতেও ভারতীয় রেল বিভিন্ন কর্মসূচি নিয়েছে।সারা দেশে যখন ট্রেন পরিষেবা বন্ধ সেই সময়, বিশ্বের মধ্যে প্রথম বৈদ্যুতিক ডাবল ট্র্যাক কনটেইনার টানেলের কাজ শুরু করে ভারতীয় রেল। রেল সূত্রের খবর,সম্প্রতি এই টানেলের শূন্য পয়েন্টের সঙ্গে আরও দুটি অংশ যুক্ত করার কাজ শেষ হয়েছে।সূত্রের আরও খবর, ভারতীয় রেল আরও ১কিলোমিটার ব্যাপী সুড়ঙ্গটি তৈরি করতে এক মাস সময় নেবে।এই ডবল ট্র্যাক টানেলটি হরিয়ানা রাজ্যের সোহনার কাছে নির্মাণ করছে।এই ডাবল স্ট্যাক কনটেইনার টানেলের মধ্যে দিয়ে যে কোনও পণ্যবাহী ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারবে।জানা যায়, এই টানেলের পূর্ব-পশ্চিম করিডোর তৈরিও হয়ে গিয়েছে।করিডরেই ৫০০ কিলোমিটার ট্র্যাক তৈরি করা হয়ে গিয়েছে।ওই ট্র্যাক এর উপর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচলও শুরু হয়ে গিয়েছে।আরও ৫০০ কিলোমিটার ট্র্যাক আগস্টের মধ্যে প্রস্তুত করে ফেলা হবে বলে জানা যায়।

