ভারতীয় রেলওয়ে ৩১২ নিয়োগ
চিফ-ল-অফিসার, পাবলিক প্রসিকিউটির, জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি), সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং), ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট) এবং সায়েন্টিফিক সুপারভাইজর/ আর্গোনমিক্স অ্যান্ড ট্রেনিং পদে ৩১২ জনকে নিচ্ছে ভারত সরকার, রেলপথ মন্ত্রক, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলিতে। ভারতীয় রেলের বিভিন্ন জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটে নিয়োগ হবে বিভিন্ন আইসোলেটেড ক্যাটেগরির পদগুলিতে।
সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর: কলকাতা আরআরবি: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্সে ১টি, ইস্টার্ন রেলে ৩টি, মেট্রো রেলে ১টি, সাউথ ইস্টার্ন রেলে ১টি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট: কলকাতা আরআরবি: ইস্টার্ন রেলে ১টি, সাউথ ইস্টার্ন রেলে ১২টি। জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): কলকাতা আরআরবি: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ৩টি, সাউথ ইস্টার্ন রেলে ১২টি। চিফ ল অ্যাসিস্ট্যান্টের: কলকাতা আরআরবি: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ২টি, পূর্ব রেলে ৩টি। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর: কলকাতা আরআরবি: পূর্ব রেলে শূন্যপদ ৩টি, দক্ষিণ-পূর্ব রেলে শূন্যপদ ২টি।
প্রার্থিবাছাই হবে- সিঙ্গল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), (কেবল জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পদের প্রার্থীদের জন্য, কোয়ালিফাইং নেচারের, ৬০ নম্বরে পাশ) ট্রান্সলেশন টেস্ট, প্রমাণপত্র যাচাই (ডিভি) এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ৯০ (স্ক্রাইব নেওয়া প্রতিবন্ধীদের জন্য ১২০) মিনিটের সিবিট-তে থাকবে ১০০টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১/৩ নম্বর।
ওপরে বলা পদগুলির প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। যাঁরা ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করছেন তাঁরা আবেদন করবেন না।
.
কেবল ১টি আরআরবি-তে আবেদন করবেন নীচে বলা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ, ব্যক্তিগত মোবাইল নম্বর এবং একটি সক্রিয় ই-মেইল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে “www.rrbkolkata.gov.in”। বিজ্ঞপ্তি নং CEN 08/2025.

