উত্তরবঙ্গে অতি বৃষ্টির পূর্বাভাস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে অতি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে ধস পাহাড়ে ধস নামারও আশঙ্কা। কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে কমলা সর্তকতাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। অতি বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা প্রভৃতি নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের আশঙ্কা থাকছে। (ছবি: সংগৃহীত)