পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য-পরিবার কল্যাণে নিয়োগ
স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট পদে ১৭৬ জনকে নিচ্ছে পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। আবেদন করতে হবে অনলাইনে।
স্টাফ নার্স: শূন্যপদ ২০টি। জিএনএম ট্রেনিং বা বি.এসসি. নার্সিং কোর্স পাশ সঙ্গে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকা চাই।
ল্যাবরেটরি টেকনিশিয়ান: শূন্যপদ ৮টি। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে এবং WBSMF অথবা AICTE স্বীকৃত মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারী হতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইন্টারনেটের বেসিক নলেজ থাকা চাই।
ফার্মাসিস্ট: শূন্যপদ ১টি (তঃউঃজাঃ)। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত (ডি-ফার্মা) (অ্যালোপ্যাথিক) ফার্মাসির ডিপ্লোমা এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। বাংলা এবং এমএস অফিস ও ইন্টারনেট সহ কম্পিউটারে দক্ষতা থাকা চাই।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আর্বান: শূন্যপদ ১৪৭টি। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দা, স্বীকৃত এএনএম/ জিএনএম কোর্স পাশ এবং WBN কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। সঙ্গে বাংলা ভাষায় দক্ষতা থাকা চাই।
প্রার্থিবাছাই হবে বিভিন্ন পদের ক্ষেত্রে- মোট বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে ভিভিন্ন কোর্স/ ডিপ্লোমা/ কম্পিউটার টেস্ট/ ইত্যাদিতে কত নম্বর পাচ্ছেন, তার ভিত্তিতে।
আবেদনের ফি বাবদ অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা দেবেন ১০০ টাকা, সংরক্ষিত শ্রেনির প্রার্থীরা দেবেন ৫০ টাকা। ফি দিতে হবে অনলাইনে, ২১ ডিসেম্বরের মধ্যে।
আবেদন রেজিস্ট্রেশন করবেন https://hr.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ২১ ডিসেম্বরের মধ্যে। এরপর অনলাইন দরখাস্ত সাবমিট করবেন ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে। মোমো নং DH&FWS/ASL/23-24/2022. তারিখ 05.12.2025. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

