Home Education Alerts ফ্রান্সের সবোর্চ্চ সম্মান প্রাপ্তি শশী থারুর

ফ্রান্সের সবোর্চ্চ সম্মান প্রাপ্তি শশী থারুর

50
0
Shasi Tharoor
Shasi Tharoor

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০২১ সালে ফরাসি ভাষায় বক্তৃতা দিয়ে নজির গড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি ফ্রান্সের সবোর্চ্চ অসামরিক সম্মান পেতে চলেছেন। তাঁর নিজের লেখা ও বক্তৃতার জন্যই “লিজিয়ন অফ অনার” পাবেন এই কংগ্রেস সাংসদ।

উল্লেখ করা যায়, ১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই সম্মান প্রচলন করেন। ইতিপূর্বে ২০১০ সালে স্পেনের পক্ষ থেকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়েছিলেন তিনি।

এই সম্মান প্রাপ্তির পর ট্যুইট করে শশী থারুর লিখেছেন, “ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আমি খুবই পছন্দ করি। সেদেশের ভাষা এবং সংস্কৃতিও আমাকে আকর্ষণ করে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লাভ করে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here