২০২৪ সালের চন্দ্রাভিযানে মহিলা মহাকাশচারী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ চাঁদের মাটিতে আবারও হাঁটতে চলেছে দুই মহাকাশচারী । নাসা সূত্রের খবর, ২০২৪ সালের মধ্যে নাসার দুই মহাকাশচারীকে চাঁদে পাঠানোর কথা রয়েছে । মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রে আরও জানা গিয়েছে,’আর্তেমিস’ অভিযানের দুই নভোচরের মধ্যে একজন মহিলা থাকবেন । নাসা মনে করছে, এই অভিযানে মোট ২৮০০ কোটি টাকা খরচ হতে পারে । বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময়ের মধ্যে চন্দ্রা অভিযান করতে গেলে ‘ল্যান্ডিং সিস্টেম ‘ প্রয়োজন। তবে সেটা বানানোর জন্য ৩২০ কোটি ডলার ব্যয় করতে হবে । সেটা মার্কিং কংগ্রেসের ওপর নির্ভরশীল বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, ১৯৭২ সালে নাসার শেষ চন্দ্রভিযান ছিল। যার নাম ছিল ‘অ্যাপোলো ১৭’ । তারপর ২০২৪ সালে আবারও চন্দ্রভিযান করার চিন্তা- ভাবনা নেওয়া হয় ।নাসা সূত্রের আরও খবর, চাঁদের দক্ষিণ মেরুতে জমে থাকা ‘ওয়াটার-আইস’ থেকে পদার্থ বের করে সস্তায় রকেটের জ্বালানি তৈরি করা । এছাড়াও চাঁদের মাটি মঙ্গল অভিযানের ঘাঁটি করাও নাসার অন্যতম উদেশ্য ।
নাসার অ্যাডমিনিস্টেটর জিম ব্রাইডেনস্টাইন-এর বক্তব্য, প্রথম মহিলা নভোচর ২০২৪ সালে চাঁদের মাটিতে হাঁটবেন, তাঁকে আগে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে । আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার অভিজ্ঞতাও থাকতে হবে ।আবার ২০২১ সালে হিউমান ল্যান্ডিং সিস্টেমের জন্য ৩২০ কোটি টাকা কংগ্রেসের কাছে অনুমোদনের জন্য আর্জি জানানো হয়েছে বলে জানা যায়।

