দুটি স্বল্পমেয়াদি কোর্সের খবর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বল্পমেয়াদি কোর্স। সূত্রের খবর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড মেশিন লার্নিং (এমএল) ও সাইবার সিকিওরিটি (সিএস) নিয়ে দুটি স্বল্পমেয়াদি কোর্স চালু করছে দ্য ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি। উল্লেখ করা যায়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অধীনে রয়েছে এই প্রতিষ্ঠান।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই দুটি কোর্সের ক্ষেত্রে আলাদাভাবে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। যে-কোনও শাখার স্নাতকই এই পরীক্ষায় বসতে পারবেন। এ বিষয়ে আরও জানা যায়, প্রবেশিকা পরীক্ষায় কোনও ফি লাগবে না। সূত্রের আরও খবর, এআই অ্যান্ড এমএল-এর পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ, অ্যালগরিদম, ডেটারেস, ডেটা স্ট্রাকচার, মডিউলার ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং প্রোবাবিলিটি থিওরি-র থেকে।
অন্যদিকে আরও জানা গিয়েছে, সাইবার সিকিওরিটি-র পরীক্ষায় প্রশ্ন হবে ফান্ডামেন্টালস অব অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, সিস্টেম সফটওয়্যার, ডেটা স্ট্রাকচারস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ থেকে। কোর্সগুলির ফি ১৫ হাজার টাকা করে। এক্ষেত্রে মেয়াদ ১২ সপ্তাহ করে। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, এআই-এর পরীক্ষা হবে আগামী ২০ ফেব্রুয়ারি এবং সিএস-এর ২১ ফেব্রুয়ারি। আরও বিশদে জানতে ওয়েবসাইট- https://onlinecourse.diat.ac.in/diatportal দেখুন।

