পর্বতারোহণের জন্য আবারও দরজা উন্মুক্ত নেপালের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পাহাড়ের দরজা খুলতে চলেছে নেপাল। করোনা পরিস্থিতির জেরে সংক্রমণের ভয়ে দীর্ঘ ৫ মাস বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্বতারোহণের জন্য আবারও দরজা উন্মুক্ত করল নেপাল। সূত্রের খবর, ৬ জনের একটি দলকে পর্বতারোহণের জন্য এ বছরের প্রথম পারমিট দিয়েছে নেপালের পর্যটন দফতর। জানা গিয়েছে, বারুৎসে (৭১২৯ মিটার) শৃঙ্গে অভিযান চালাবে ওই দলটি। পাশাপাশি ১৮ জন বিদেশি পর্বতারোহীকে নেপালে প্রবেশের অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে আরও জানা যায়, বাহরাইন ও ব্রিটেনের পর্বতারোহীদের নিয়ে তৈরি ওই দলটি মানাসলু ও লোবুচে শৃঙ্গে অভিযান চালানোর কথা।

