sunrise and manEducation Alerts Miscellaneous 

প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ : স্ট্রং মেন্টালি

শিক্ষাক্ষেত্র,চাকরিক্ষেত্র বা সমাজের বিভিন্ন ক্ষেত্র এখন অনেক প্রতিযোগিতাপূর্ণ। প্রয়োজন অনুযায়ী,মেন্টালি স্ট্রং হওয়াটাও খুবই জরুরী। লক্ষ্য করে দেখবেন, কাজের জগতে কেউ যদি আপনার সঙ্গে বেশি কথা বলে, তবে সতর্ক থাকবেন। এক্ষেত্রে আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে। কিছু বলতে চাইবেন না,শুধু শুনবেন। নিজের মধ্যে বেশি পজিটিভিটি এলে,একটা সময় আপনি বুঝতে পারবেন আপনার চারিদিক নেগেটিভিটিতে ভরে গিয়েছে। মানুষ আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে ওঠার কারণে সমাজে অবক্ষয় দেখা দিচ্ছে।
পজেটিভ মানুষদের সঙ্গে মেলামেশা বাড়াতে হবে। এই ধরণের মানুষ স্ট্রাগেল বেশি করে থাকে । বর্তমান সময়ে অনুভূতি দিয়ে কোনও কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য যেমন শব্দ প্রয়োজন হয় ,তেমনি বাক্যও প্রয়োজন হয় । এই সহজ ব্যাকরণটা জীবনের জন্য আয়ত্ব করেও নিতে হবে। বিতর্ক ও ঝগড়া করার অভ্যাসটা কমিয়ে দিন। নিজের কাছে পরাজিত হলেও উঠে দাঁড়ানোর শক্তি পাবেন। এই উঠে দাঁড়ানোটা শক্ত হলেও ইমোশন থাকবে না। যেখানে আপনার গুরুত্ব কম সেখান থেকে চুপচাপ সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করুন। সম্পর্কের সুতো গুলো নিজেই ছিঁড়ে ফেলতে চেষ্টা করুন। মেকি বাঁধন রাখার কোনও প্রয়োজন নেই । নিজের শান্তি বজায় রাখার জন্য এগুলো করতেই হবে।

Related posts

Leave a Comment