আর্সেনালের দখলে কমিউনিটি শিল্ড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আর্সেনালের দাপট এখন ওয়েম্বলিতেও। কিছুদিন আগেই চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল আর্সেনাল। গত মরসুমের প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে এই খেতাব জয় করলো তারা। আর এই জয়ের নায়ক আবার সেই পিয়ের এমেরিক অবামেয়াং। ১২ মিনিটে তাঁর করা প্রথম গোলে এগিয়ে যায় আর্সেনাল। আবার ট্রাইবেকারের শেষ কিকে আর্সেনালের জয়ও নিশ্চিত হয় তাঁর দ্বারা। অভিনেতা চ্যাডউইক বোসম্যান যিনি ব্ল্যাকপ্যান্থার চরিত্রে অভিনয় করেছিলেন, মারা যান গত শনিবারই। তাঁর ভক্ত অবামেয়াং গোলের উপর দাঁড়িয়ে তাঁর দুহাত মুঠো করে বুকের সামনে রেখে তাঁকে স্মরণ করলেন সেই ব্ল্যাকপ্যান্থোরের ভঙ্গিতেই। এইপর্যন্ত ওয়েম্বলিতে পাঁচ গোল হয়ে গেল তাঁর। শুরুতে লিভারপুলের বল পজিশন বেশি থাকেলেও গত মরসুমের ধার তেমন একটা চোখে পড়েনি। পরিবর্তিত জাপানি তারকা মিনামিলো গোল পরিশোধ করায় খেলা টাইব্রেকার পর্যন্ত গড়ায়।

