Britney Spears-1Miscellaneous 

ব্রিটনিই নিতে পারবেন সিদ্ধান্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বাধীন ব্রিটনি স্পিয়ার্স। অবশেষে স্বাধীনতা ব্রিটনির। সূত্রের খবর, লস অ্যাঞ্জেলেসের এক আদালত রায় দিয়ে জানিয়েছে, গায়িকার বাবা জেমি স্পিয়ার্সকে কনজারভেটরশিপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নিজের জীবনের সব সিদ্ধান্ত ব্রিটনিই নিতে পারবেন বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, ২০০৮ সালে আদালত ব্রিটনির কনজারভেটরশিপের দায়িত্ব দেয় তাঁর বাবাকে। সে সময়ে গায়িকা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এরপর বাবা-কন্যার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ব্রিটনি কনজারভেটরশিপ তুলে দেওয়ার আবেদন জানান। আদালতের রায়ের পর ব্রিটনি স্পিয়ার্স মন্তব্য করছেন, জীবনের সেরা দিন।

Related posts

Leave a Comment