উপার্জনের নতুন দিগন্ত-পেশা বিউটিশিয়ান
এখন নতুন পেশার খোঁজ অনেকেই করে থাকেন। বর্তমান সময়ে বিউটিশিয়ান পেশাটি এক অন্য মাত্রা পেয়েছে। আধুনিক মোড়কে এই পেশাটির এখন খুব চল। রোজগারের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই পেশার পেশাদারদের এখন চাহিদা তুঙ্গে। সারা বছর চাহিদা থাকে এবং পুজো বা উৎসবে এই পেশার চাহিদা আরও বাড়ে। রূপচর্চার এই পেশায় শিক্ষাগত যোগ্যতা বিশেষ লাগে না। হাতের কাজ ভালো মতো শিখে উপার্জন করতে পারবেন। প্রত্যেকটা মানুষ নিজেকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে চায়। তাই রূপচর্চার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই পেশার ওপর নির্ভর করে অনেকেই সফল হয়েছেন। সফল হওয়ার
জন্য প্রয়োজন হয় -(১)আত্মবিশ্বাস (২)মার্জিত ব্যবহার (৩)সময়জ্ঞান (৪)কাজের দক্ষতা।
মনে রাখতে হবে, এই পেশায় যুক্ত হতে চাইলে প্রাথমিকভাবে একটি বেসিক ট্রেনিং দিতে হবে। আমাদের রাজ্যে বিউটিশিয়ান কোর্স করার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্ট নির্মাতা সংস্থা রয়েছে। অন্যান্য রাজ্যেও এই পেশায় প্রবেশের জন্য কোর্স করা যায়। এই পেশার ক্ষেত্রে রয়েছে হেয়ারকাট,ফেসিয়াল,তৈলাক্ত ত্বকের পরিচর্চা সহ রূপচর্চার একাধিক বিষয়। গ্রাহকেরা বিউটিশিয়ানদের কাছে আসেন তাঁদের নিজস্ব সমস্যা নিয়ে। সেই সব বিষয়গুলি সমাধান করার জন্যই বিউটিশিয়ানদের চাহিদা।

